প্রিন্ট এর তারিখঃ Sep 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2025 ইং
রাশিয়ার ওপর জাপানের নতুন নিষেধাজ্ঞা

স্বপ্নভূমি ডেস্ক : রাশিয়ার ওপর নতুন করে চাপ বাড়াতে কঠোর পদক্ষেপ নিয়েছে জাপান। ইউক্রেনে রুশ হামলার পরিপ্রেক্ষিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছে যে, তারা রাশিয়ার আরও ১৪ জন ব্যক্তি ও ৫১টি প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করবে। এদের মধ্যে রয়েছেন রুশ সরকারি কর্মকর্তা, বড় বড় কোম্পানির প্রধান নির্বাহী এবং ইউক্রেনে রাশিয়ার সমর্থক প্রভাবশালী ব্যক্তিরা।
রুশ তেলের মূল্যসীমা হ্রাস
নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে জাপান রুশ তেলের মূল্যসীমা প্রতি ব্যারেল ৬০ ডলার থেকে কমিয়ে ৪৭.৬০ ডলার নির্ধারণ করেছে। এই সিদ্ধান্তটি মস্কোর যুদ্ধ পরিচালনার খরচ সীমিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। এর আগে ২০২২ সালে জি-৭ দেশগুলো যৌথভাবে রুশ তেলের মূল্যসীমা ৬০ ডলার নির্ধারণ করেছিল।
এই নতুন নিয়ম অনুযায়ী, রাশিয়ার সঙ্গে ব্যবসা করা শিপিং কোম্পানি এবং বীমা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই এই নির্ধারিত মূল্যসীমার মধ্যে লেনদেন করতে হবে। এর মাধ্যমে মস্কোর অর্থনৈতিক সক্ষমতায় আঘাত হানার চেষ্টা করছে জাপান। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যও একই ধরনের পদক্ষেপ নিয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয়
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য জাপান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এবং আন্তর্জাতিক আইন মেনে শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর চাপ অব্যাহত থাকবে।
ইউক্রেন ইস্যুতে জাপান শুরু থেকেই পশ্চিমা দেশগুলোর অবস্থানকে সমর্থন করে আসছে। টোকিও কিয়েভকে আর্থিক সাহায্য, জরুরি সরঞ্জাম এবং মানবিক সহায়তা দিয়ে সাহায্য করেছে। এর আগেও বহু দফায় রুশ নাগরিক ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জাপান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ